শোক দিবস পালন করল কানাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী’র কানাই নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদ যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী এ দিন শোক আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করছেন এবং সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
কানাই নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ খোরশেদ আলম মাস্টার অনুষ্ঠানটি আয়োজন করেন ।
এসময়ে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আব্দুল হালিম, লাল কামাল, আব্দুল আলীম, আবু সাইদ রিংকু, তারা মিয়া, রিয়াদ হোসেন, রাশেদুল ইসলাম সুমন, আক্তার হোসেন এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।