শোকদিবসে যুবলীগ নেতা শ্যামলের দোয়ার আয়োজন
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করেছেন কাশীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান শ্যামল।
শনিবার (১৫ আগস্ট) বাদ আসর কাশীপুর খিলমার্কেট এলাকায় যুবলীগ নেতা শ্যামলের অফিসে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় শ্যামল ছাড়াও আরও উপস্থিত ছিলেন-আওয়ামী লীগ নেতা শহীদ উল্লাহ খোকন, কাশীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানাউল্লাহ, ৫নং ওয়ার্ড যুববলীগের সভাপতি আলাউদ্দিন মুন্সী, যুবলীগ নেতা সুমন সরদার , পাপ্পু মিয়া প্রমুখ।
এর আগে সকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এলাকায় রান্নাকার খিচুরি বিতরণ করা হয়।