শোকদিবসে বঙ্গবন্ধুর ভাস্কর্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জাতীয় শোকদিবসে নগরীর দুই নম্বর রেল গেইট এলাকায় স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতারা। শোকদিবস উপলক্ষ্যে মিলাদ, দোয়া মাহফিল ও কাঙালীভোজ সহ নানাবিধ কর্মসূচিও পালন করে সংগঠনের নেতারা।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধর ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচী শুরু করা হয়।
এরপর সকাল জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আলহাজ্ব নিজামউদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খোকনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন-আহবায়ক কমিটি’র সদস্য ভিপি জামির হোসেন রনি, কায়কোবাদ রুবেল, আল আমিন, আনিসুর রহমান, মোঃ জুয়েল খাঁন, মোঃ রফিকুল ইসলাম মিন্টু, মোঃ এম এ আকাশ, মোঃ সৈকত হোসাইন, মোঃ সাইফুল আনন্দ, রাজিব উদ্দিন হৃদয়, রাজিব নন্দী, মোঃ জামাল হোসেন, রাজ রায়, বাস্তব সাহা প্রমুখ।
এসময় আরও বক্তব্য রাখেন-বন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলী।
সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সহ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিল শেষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কাঙালী ভোজের আয়োজন হয়।