সিঙ্গাপুর শাখা আ’লীগ নেতার পরিবারের উপর হামলার প্রতিবাদ

সিঙ্গাপুর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: সিঙ্গাপুর প্রবাসী সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ সভাপতি ইন্জিনিয়ার আব্দুল মালেক হীরার ছোট ভাই সাগরের উপর সন্ত্রাসী হামলার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিঙ্গাপুর শাখা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
গতকাল ১১ আগষ্ট রাত ১০টায় কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার বাঙ্গডা ইউনিয়নের নিজ গ্রামে সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক হীরা’র ছোট ভাই ফখরুল ইসলাম সাগরের দোকানে এসে একদল সন্ত্রাসী বাহিনী যাদের নেতৃত্বে ছিলেন বলে জানান ফাহাদ, পারভেজ, ফয়সাল, লোকমান, সামছু, সোহাগ গংদের ৮/১০ জন, সন্ত্রাসীরা সাগর-কে অতর্কিত হামলা করে কুপিয়ে জখম করে, কোপের আঘাতে সাগরের মাথার মগজ বের হয়ে আসে। রাতেই সাগরের বড় ভাই আব্দুল মালেক হীরা, সাগরকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহত সাগরের অবস্থা খুবই গুরুতর হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজের ডাক্তারদের পরামর্শে এম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজে জরুরী বিভাগে ভর্তি করানো হয়।
আব্দুল মালেক হীরা আজ ফোন করে সিঙ্গাপুর আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে ঘটনার বিস্তারিত জানান এবং তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতার রয়েছে বলে সকলের সহযোগিতা কামনা করেন তার ছোট ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন এবং প্রশাসন যেন সন্ত্রাসীদের-কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, থানায় অভিযোগ করেছেন বলে জানান।
ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রহমত জয়। এক প্রতিবাদ বার্তায় সিঙ্গাপুর আওয়ামী লীগের পক্ষ থেকে সঠিক তদন্ত সাপেক্ষে প্রশাসনের হস্তক্ষেপ ও সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি দাবি করছেন সেই সাথে আহত ফখরুল ইসলাম সাগরের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং আহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।