প্রয়াত ৬ আইনজীবীর স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রয়াত ৬ আইনজীবীর স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রয়াত ৬ সদস্যের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনের নিচতলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

করোনা কালে আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে এডভোকেট. মো. আবুবকর সিদ্দিক, এডভোকেট. আব্দুল কুদ্দুস মিয়া, এডভোকেট. মো.জাহাঙ্গীর হোসেন, এডভোকেট. মোহাম্মদ আব্দুল মান্নান, এডভোকেট. মো.সিরাজুল হক, এডভোকেট. মোহাম্মদ শরীফ হোসেন মৃত্যু বরণ করেন।

শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট. ওয়াজেদ আলী খোকন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট. হাসান ফেরদৌস জুয়েল, বর্তমান সভাপতি এডভোকেট. মো. মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক এডভোকেট. মো. মাহবুবুর রহমান প্রমুখ। এ সময়ে প্রয়াত আইনজীবীদের স্মরনেই আইনজীবী সমিতির দোয়া ও মিলাদ মাহফিল করেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com