আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গার্মেন্ট শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে।
ঘটনাটি ঘটেছে, গত ৮ আগষ্ট শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের তেতুইতলা এলাকার সড়কে। ধর্ষিতা তেঁতুইতলা এলাকার এক ইলেক্ট্রিক মিস্ত্রীর ২য় স্ত্রী ও কাঁচপুরের এসকোয়্যার নীট কম্পোজিট কোম্পানীর শ্রমিক ।
আড়াইহাজার থানা পুলিশ ধর্ষিতার বরাত দিয়ে জানান, ধর্ষিতা একজন গার্মেন্ট শ্রমিক। সে নারায়ণগঞ্জের কাঁচপুরে এসকোয়্যার নীট কম্পোজিট কোম্পানীতে কাজ করেন। কাজের সুবাদে সে কাঁচপুর সোনাপুর এলাকায় মান্নান মেম্বারের বাড়িতে স্বামীকে নিয়া ভাড়া থাকে। গত শনিবার রাতে কাজ সেরে সে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নে তেঁতুইতলা এলাকায় তার স্বামীর বাড়িতে যাওয়ার জন্য কাকাইমোড়া গুদারাঘাট এলাকায় রিক্সার জন্য রাস্তায় দাড়িয়ে থাকে। ঐ সময় সেখানে থাকা অজ্ঞাত ৪ যুবক তাকে জানায় যে, এতো রাতে এখানে রিক্সা পাওয়া যাবেনা। ঐ যুবকরা এ নারীকে তাদের বাড়িতে এগিয়ে দিয়ে আসবে বলে তার সঙ্গী হয়। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ ২যুবক কাপড় দিয়ে তার মুখ ও চোখ ঢেকে ফেলে এবং অন্য ২ যুবক তাকে কোলে করে রাস্তার পাশে ধানের খেতে নিয়ে শুয়াইয়া ফেলে। পরে রাত সাড়ে ১০ টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী অজ্ঞাত ৪ যুবক ধারালো ছোরার ভয় দেখাইয়া একাধিকবার করে পর পর তাকে গণধর্ষণ করে।
ঐ সময় ঘটনাস্থলে থাকা দাড়িওয়ালা অজ্ঞাত এক ব্যক্তি ধর্ষকদের চলে যেতে বললে তারা চলে যায়। পরে ঐ দাড়িওয়ালা ব্যক্তি ধর্ষিতাকে তার বাড়িতে দিয়ে আসে। ধর্ষকদের হুমকীর কারনে ধর্ষিতা প্রথমে ঘটনাটি গোপন করলেও পরে তার স্বামীকে সোমবার ঘটনাটি জানান।
পরে সোমবার রাতে ধর্ষিতা বাদী হয়ে অজ্ঞাত ৪ ধর্ষকের বিরুদ্ধে আড়াইহাজার থানায় গণধর্ষণের মামলা দায়ের করেন।
এব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম গণধর্ষণ মামলার সত্যতা স্বীকার করে জানান, গণধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।