করোনায় মাত্র তিন ঘন্টার ব্যাবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যু, দাফনে টিম খোরশেদ

করোনায় মাত্র তিন ঘন্টার ব্যাবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যু, দাফনে টিম খোরশেদ

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: মাত্র তিন ঘন্টার ব্যাবধানে করোনায় স্বামী ও স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

করোনায় আক্রান্ত হয়ে ঢাকার আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্বামী ইউসুফ আলী দেওয়ান (৯০) ইন্তেকাল করেন রাত প্রায় ১ টায় দিকে এর ৩ ঘন্টা পরেই স্বামীর পথে চলে যান স্ত্রী ফিরোজা দেওয়ান (৮০) রাত প্রায় ৪ টায় দিকে।

এবারো খবরপেয়ে টিম খোরশেদ ১৩ কভিড ১৯ টিম বাদ ফজর থেকে কবর খনন, মৃতদেহের গোসল, কাফন ও জানাযা শেষে দাফন সম্পূর্ণ করে। মৃত ব্যাক্তিদের জানাযা পড়ান কেন্দ্রীয় কবরস্থান মসজিদের ইমাম মাওলানা বদর শাহ্।

এসময় টিমে ছিলেন রোজিনা আক্তার (ইউপি সদস্য) , কাকলী বেগম,  হাফেজ শিব্বির আহমেদ, নামজমুল কবির নাহিদ, আনোয়ার হোসেন, রাফি, রিফাত, লিটন ও নাঈম।

উল্লেখ্য করোনা আক্রান্ত পরিবারটির পূর্বের বাড়ি ৩১ কেসি নাগ রোড, আমলাপাড়া, নারায়নগঞ্জ, বর্তমান ১৩/১ পুরানা পল্টন লাইন, ঢাকা। গত তিন দিন পূর্বে  টিম খোরশেদ উভয়কেই প্লাজমা ডোনেট  করেছিল।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com