নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুলাই) বিকালে নগরীর ২নং রেলগেট এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হাই’র সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল পারভেজ, দপ্তর সম্পাদক এমএ রাসেল, জেলা যুবলীগ নেতা কামরুজ্জামান বুলেট প্রমুখ।