আড়াইহাজার( প্রতিনিধি , প্রেসবাংলা২৪.কম; নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাত-পা,নাক,মুখ বাঁধা অবস্থায় অটো চালক আশু মোল্লা (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ। নিহত আশু মোল্লা সোনারগা উপজেলার মীরেরবাগ এলাকার মৃত মালেক মোল্লার
ছেলে।
পুলিশ সূত্রে জানাগেছে,৮ আগষ্ট শনিবার সকালে নরসিংদী-মদনগঞ্জ সড়কের উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দী সুইচ গেইট সংলগ্ন সড়কের পূর্বপার্শ্বে একটি মৃতদেহ পড়ে আছে বলে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। সকাল ৮টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা ও নাক,মুখ কষ্টটেপ দিয়ে বাঁধা অবস্থায় একটি মৃত দেহ উদ্ধার করে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক মুঞ্জুর হোসেন জানান, সোনারগা উপজেলার মীরেরবাগ এলাকার বেনু মোল্লা লাশ দেখে নিহত ব্যক্তি তার আপন ভাই আশু মোল্লা বলে সনাক্ত করেন।
ভাই বেনু মোল্লা জানান, তার ভাই একজন অটো চালক। তিনি ৬ আগষ্ট বৃহস্পতিবার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি এবং তার অটোটিও পাওয়া যায়নি।
নিহতের দুই হাত পিছন দিক থেকে সাদা কষ্টটেপ দিয়ে বাধা এবং মুখ নাকসহ ও দুই পা সাদা কষ্ট টেপ দিয়ে বাঁধা রয়েছে। নিহতের গলায় কাটা দাগ রয়েছে। লাশে পচন ধরে কালচে হয়ে গেছে। পুলিশের ধারনা অটো ছিনতাইয়ের জন্য এ ব্যক্তিকে কয়েকদিন আগে হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে এবং হত্যা কান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।