বক্তাবলীতে প্রয়াত আফাজুল ইসলাম চেয়ারম্যান’র স্মরণ সভা অনুষ্ঠিত
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বক্তাবলীতে আফাজুল ইসলাম চেয়ারম্যান’র স্মরণ সভা অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বলেছেন, আফাজুল ইসলাম বেচে থাকবেন বক্তাবলীবাসীর হৃদয়ে। আমৃত্যু তিনি মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি বেচে থাকবেন তার কর্মে।
সোমবার (৩ আগস্ট) সদর উপজেলার বক্তাবলীতে কানাইনগর ছোবহানীয়া স্কুলে বক্তাবলীর সাবেক এই চেয়ারম্যানের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ স্মরণসভার আয়োজন করে।
স্মরণসভায় বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র সভাপতি আল আমিন ইকবাল’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো কিন্তু শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেননি বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী। স্মরণ সভায় বক্তব্য রাখেন বর্ষীয়ান রাজনীতিবিদ ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহীদ উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা ন্যাপে’র সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, ডাঃ বাহাদুর, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন, আদর্শ স্কুলের সাবেক অধ্যক্ষ আব্দুল করিম খান, বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জালাল উদ্দীন, সমাজসেবক কামাল উদ্দিন, কানাই নগর ছোবহানীয়া স্কুল এন্ড কলেজে’র সাবেক সভাপতি আলাউদ্দীন বারি, দৈনিক ইনকিলাবের সহ সম্পাদক ও বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি জামাল উদ্দিন বারি, বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি লোকমান হোসেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য রাসেল চৌধুরী, বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি এম এ মতিন, প্রভাষক সাইদুর রহমান বাচ্ছু, বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ন সম্পদক রাজিব হোসেন সাগর। এসময় তার কর্মজীবন’র বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
উল্লেখ্য গত ৩ ই জুলাই বার্ধক্য জনিত কারনে নিজ বাসায় মারা যান সাবেক এ চেয়ারম্যান। বক্তব্য শেষে প্রয়াত আফাজুল ইসলাম চেয়ারম্যান’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি মোক্তার হোসাইন ।