শিল্পপতি ও সমাজসেবক আল আমিন ইকবাল’র ঈদ শুভেচ্ছা
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বক্তাবলী ও নারায়ণগঞ্জ বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি , সমাজসেবক ও রামনগর হাজী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন ইকবাল ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহত্তের সঙ্গে যুক্ত হওয়া। ঈদুল আযহা’র এই আনন্দঘন মুহুর্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আমাদের সকল ইবাদাত, ত্যাগ, কুরবানী কবুল করে নেন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং পশু কুরবানীর মাধ্যমে অর্জিত প্রিয় ও মুল্যবান ঈমানী জজবা আল্লাহর রাস্তায় ব্যায় করার শিক্ষায় আমাদের জীবন পরিচালিত করেন।
আমার পক্ষ থেকে বক্তাবলী ও নারায়ণগঞ্জ বাসীকে পবিত্র ঈদ- উল- আযহা এর শুভেচ্ছা।
“ঈদ মোবারক”