পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শিল্পপতি বারেক মোল্লা
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বক্তাবলী বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়ন’র বিশিষ্ট ব্যাবসায়ী ও শিল্পপতি আঃ বারেক মোল্লা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানীর প্রধান শিক্ষা। কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানীর মর্মবাণী। তাই পশু কোরবানীর পাশাপাশি মনের পশু কোরবানী দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়াই আমাদের কর্তব্য।
পরিশেষে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।