না'গঞ্জে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

না’গঞ্জে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

 

নিজস্ব প্রতিনিধি , প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ।

 

শুক্রবার (২৮ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জে ফতুল্লার বাড়ৈভোগ এলাকায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক শ্রী বিশ্বজিৎ মন্ডল শুভ’র সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।

 

ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সদর উপজেলার বিশ্বজিৎ মন্ডল শুভকে সভাপতি ও তিতাস চন্দ্র বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

 

অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগর’র সভাপতি শ্রী লিটন চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আনন্দ কুমার সেরাওগী সুমন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগর’র সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সদর উপজেলার সভাপতি শ্রী রনজিৎ মন্ডল, জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ন-আহ্বায়ক সঞ্জয় কুমার দাস ও সদস্য সচিব ভজন চন্দ্র দাস প্রমূখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com