পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে শেষ হল জাতীয় মৎস্য সপ্তাহ

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধি দেশ গড়ি’- এই প্রতিপাদ্যকে ধারন করে মাছের পোনা অবমুক্ত ও ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০।
সোমবার (২৭ জুলাই) সকালে জেলা প্রশাসকের বাংলো চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। দুপুরে প্রধান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তাদের মৎস্য উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা মৎস্য কর্মকর্তা তানমী শাহরীন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ শাহরিয়ার সালমা, সদর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ শাহেনূর মিয়া, ক্ষেত্র সহকারি হাসিনা আক্তার শুভ্রা ও ফাতেমা-তুজ-জোহরা প্রমূখ।