পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান শওকত আলীর

পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান শওকত আলীর

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  শওকত আলী ।

 

সোমবার (২৭জুলাই) বক্তাবলী গরুর হাটে পরিদর্শনে এসে এই কথা বলেন তিনি।

মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা আগামী ১লা আগষ্ট। কোরবাণীর পশুর হাটে বেচাকেনা শুরু হয়েছে। কোভিড ১৯ করোনা সংক্রমনের কারণে জনসাধারণের মাঝে আগের মতো পুশুর হাটে তেমন উৎসব মুখরতা নেই। তবুও ধর্মীয় নিয়ম পালন করতে পশু কোরবাণী করার জন্য অনেকেই প্রস্ততি নিচ্ছে। পশু কেনার জন্য হাটে যাচ্ছে। পশুর হাট থেকে করোনা সংক্রমণের আশংকা রয়েছে। নিজেকে করোনা সংক্রমন থেকে সচেতন হতে হবে আগে। সেই লক্ষ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে পশুর হাটে চলাচলের অনুরোধ জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com