না’গঞ্জে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা, আটক ১

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জে দ্বিগুবাবুর বাজার ফকিরটোলা মসজিদের সামনে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে আরিফ হোসেন (৬০) কে হত্যা করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে দ্বিগুবাবুর বাজার এলাকার এ মসজিদটির সামনে ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন ওরফে মুসা (৬০) একজন ড্রেজার শ্রমিক। মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা সে।
এ ঘটনায় আকাশ(২৬) নামের একজনকে আটক করেছে পুলিশ।
নিহত আরিফ হোসেনের ভাই শওকত হোসেন জানান, ভোরে শেরপুর থেকে নারায়ণগঞ্জের মেট্রেহল মোড়ে বাস থেকে আমার ভাই নামেন। সেখান থেকে একটি অটোরিক্সায় করে মুন্সিগঞ্জ যাচ্ছিলেন। দ্বিগুবাবুর বাজার এলাকায় অটোরিক্সা পৌছালে ছুরি হাতে পথ রোধ করে আমার ভাইকে হত্যা করে খুনি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আসাদুজ্জামান জানান, ফকিরটোলা মসজিদের সামনে ছুরিকাঘাতে মুন্সিগঞ্জের আরিফ হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার লাশ নারায়ণগঞ্জ সদর ১০০ শয্যা হাসপাতালে(ভিক্টোরিয়া) রাখা হয়েছে। এ ঘটনায় আকাশ(২৬) নামের একজনকে আটক করেছে পুলিশ। থানায় নিহত আরিফ হোসেনের ছেলে হাসান এসেছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।