ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার বক্তাবলীতে বৃক্ষরোপন করেছে রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বক্তাবলীর লক্ষ্মীনগর এলাকায় বধ্যভূমির পাশে ১শ’ নারকেলের চারা রোপন করে ক্লাবের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীনগর পূর্বপাড়া পঞ্চায়েত প্রধান শহীদ উল্লাহ ফকির, সিপি কামরুল হাসান, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির সভাপতি চৌধুরী আরিফ, প্রেসিডেন্ট নমিনী নুরুজ্জামান জিকু, বুট মেম্বার আব্দুল বাতেন বাদল, বৃক্ষরোপন উপকমিটির আহবায় মীর মঈন আশরাফ জাবেদ, এড. আজিজ আল মামুন, রোটারিয়ান আক্তার হোসেন, রাশেদুল ইসলাম রাসেল, আওয়ামী লীগ নেতা বাছির সরদার, জামাল হোসেন, ধলেশ্বরীর তীরে’র যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান ফকির, আব্দুল মোন্নাফ, সেরেস্তাদার আব্দুল হালিম প্রমুখ।