সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে আহমাদ উল্লাহ নামের এক বির্তকিত ইমামের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী গবেষণা পরিষদ বাংলাদেশ এর নেতারা। তাদের দাবি, সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী জামে মসজিদ কমপ্লেক্সের বিতর্কিত ওই খতিব ভুল ফতোয়া দিয়ে একরোখা নীতিতে সহিংসতার সৃষ্টি করতে চাচ্ছেন।
সংবাদ সম্মেলনে তাকে লা মাজহাবী মতাদর্শের প্রবক্তা শায়েখ আহমাদুল্লাকে খতিব পদ থেকে অব্যাহতি দিয়ে নামাজের পর সম্মিলিত মোনাজাত চালুর দাবী জানান।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় নগরীর সিনামন হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভূমি পল্লী জামে মসজিদ কমপ্লেক্সের স্থায়ী কমিটির সদস্য জিয়াউল হক ভূইয়া লিখিত বক্তব্য পাঠ করেন।সংবাদ সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা আঃ রহিম। সভাপতিত্ব করেন মাওলানা দ্বীন ইসলাম আনছারী।
এসময় আরও উপস্থিত ছিলেন-মাওলানা মোহাববতুল্লাহ আঃ খালেক,মাহদী হাসান,ইমাম হোসেন,হাফেজ আব্দুল্লাহ,মাওলানা রফিকুল ইসলাম, আদনান পলক,মোঃ আলিফ,শফিকুল ইসলাম, কারী মহিউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি আব্দুর রহিম বলেন, যে মোনাজাত এটা কোরআন হাদিস সমর্থিত যেমন ইব্রাহিম (আঃ) খোদ কাবাঘর নির্মানের পরেও দুইহাত তোলে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। ইতিমধ্যে বির্তকিত বক্তব্য একপেশে মনগড়া ভূল ফতুয়া দিয়ে লা মাজহাবীদের প্রধান মুখপাত্র আহমাদুল্লা পল্লী আবাসন এলাকার শান্ত ও সুন্দর পরিবেশকে বিনষ্ট করে তুলছে। তিনি সরলমনা মানুষের ঈমান আকিদা নষ্ট করার জন্য সুকৌশলে কাজ করে যাচ্ছে।