আড়াইহাজারে শিল্পী হত্যায় ২জনকে গ্রেফতার

আড়াইহাজারে শিল্পী হত্যায় ২জনকে গ্রেফতার

 

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীহারা গৃহবধূ ২সন্তানের জননী শিল্পী আক্তার(২৫)এর হত্যার সাথে জড়িত সন্দেহে আড়াইহাজার থানা পুলিশ আউয়াল (৩৬) ও হান্নান(৪৫)নামে ২জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আউয়াল উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সুলপান্দী এলাকার হযরত আলীর ছেলে
এবং হান্নান একই ইউনিয়নের মনোহরদী ঋষেরচর এলাকার ইদ্রিছ আলীর ছেলে।

আড়াইহাজার থানার উপপরিদর্শক সফিকুল ইসলাম জানান, বিভিন্ন সূত্রের ও তথ্যের ভিত্তিতে ১৬ জুলাই বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিল্পী হত্যাকান্ডের বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলেও তিনি জানান। তবে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড আবেদন করে কোর্টে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য নিহত শিল্পী আক্তার সত্যবান্দী এলাকার মৃত সুমনের স্ত্রী ও সোনারগা উপজেলার মহজমপুর কাজীপাড়া এলাকার আঃ লতিফের মেয়ে। ১৩ জুলাই সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দি এলাকার লিয়াকত আলী ভ’ইয়া ও রহমত আলী ভ’ইয়ার বাড়ির পিছনে তাদের টয়লেটের মাঝামাঝি স্থান থেকে থানা পুলিশ শিল্পী আক্তারের লাশ উদ্ধার করে। এ ঘটনায় শিল্পী আক্তারের পিতা আঃ লতিফ অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে ১৪ জুলাই মঙ্গলবার আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত শিল্পী আক্তারের পিতা আঃ লতিফ জানান, সত্যবান্দি এলাকার লেয়াকতের ছেলে সুমনের সাথে শিল্পী আক্তারের বিয়ে হয়। তার আরাফাত (৬) নামে ও আদিফা(৪)নামে ১কন্যা সন্তান রয়েছে। গত ২বছর আগে সত্যবান্দী এলাকার এক ববিনের কারখানায় কাজ করা অবস্থায় শিল্পীর স্বামী সুমনকে সহকর্মীরা পায়ুপথে হাওয়া ঢুকিয়ে হত্যা করে। বিগত ২মাস পূর্বে শিল্পী আক্তারের সাথে জনৈক যুবকের প্রেম ঘটিত সম্পর্ক আছে বলে দুর্নাম রটিয়ে শ্বশুড় বাড়ির লোকজন শিল্পী আক্তারের ছেলে মেয়েকে রেখে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তার পর থেকে শিল্পী আক্তার মহজমপুর কাজীপাড়া পিত্রালয়ে বসবাস করতে থাকে। শিল্পী আক্তার রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় একটি পোষাক কারথানায় কাজ করার লক্ষে চাচাতে ভাইা সাইফুলের সাথে সেখানে কাজ শিখতে যায়। ১৩ জুলাই সোমবার দুপুর ১টার দিকে চাচাতো ভাই সাইফুলকে জানিয়ে তার ছেলে মেয়েকে দেখার জন্য সত্যবান্দীতে তার শ্বশুর বাড়িতে যায় শিল্পী আক্তার। সোমবার রাত ১১টার দিকে আড়াইহাজার থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে থানায় এসে মেয়ে শিল্পীর লাশ দেখতে পান বলে তিনি জানান।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আশা করছি হত্যার রহস্য দ্রুতই উদঘাটন করা সম্ভব হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com