ঝিনাইদহে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ
আলিফ আবেদীন গুঞ্জন: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঝিনাইদহে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সকালে শহরের পবহাটি এলাকায় অস্থায়ী বসবাসরত শতাধিক পরিবারের মাঝে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়।
দলটির জেলা শাখার সভাপতি সৈয়দ আল ইমরান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেন।
এসময় তাদের স্বাস্থ্য বিধি মেনে চলাচল ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।