আড়াইহাজারে এক কেজি গাজাসহ ১মাদক বিক্রেতা গ্রেফতার
আড়াইহাজার প্রতিনিধি , প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কেজি গাজাসহ ১ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোপালদী ফাঁড়ি পুলিশ।
পুলিশ সুত্রে জানাগেছে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় উপজেলার বিশনন্দী এলাকার ষ্টিল ব্রীজের পূবপাড়ে অভিযান চালিয়ে মাদক সহ এক বিক্রেতাকে গ্রেফতার করতে সক্ষম হন।
গোপালদী তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক আজিম হোসেন বাবুল জানান,বিকালে গোপন সংবাদে খবর পাই যে,রামচন্দ্রদী-বিশনন্দীর মধ্যে ষ্টিল ব্রীজের পূর্বপাড়ে বিশনন্দী এলাকায় কয়েকজন মাদক বিক্রেতা প্রকাশ্যে মাদক বিক্রি করছে। এ সংবাদ পাইয়া সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পাইয়া মাদক বিক্রেতারা দৌড়ে পালানোর সময় পুলিশ মোঃ মেহেদী হাসান রিফাত(২০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে তার দেহ তল্লাসী করে বাম হাতে প্লাষ্টিকে ব্যাগে কষ্টটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি গাজা উদ্ধার করা হয়।
ঐ সময় তার সাথে থাকা অন্য মাদক বিক্রেতা মনির (৪৮) পালিয়ে যেতে সক্ষম হন। গ্রেফতারকৃত মোঃ মেহেদী হাসান রিফাত কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার সালদানগর গ্রামের মনির হোসেনের ছেলে।
এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম গাজা উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পালিয়ে যাওয়া আসামীকে দ্রুতই গ্রেফতার করা হবে।