প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২০, ১২:৩৪ পূর্বাহ্ণ
সিদ্ধিরগঞ্জে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিট পুলিশিং কার্যালয় (বিট নং-৫) উদ্বোধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল, পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার, উপ-পরিদর্শক হান্নান।
এসময় উপস্থিত পুলিশ কর্মকর্তারা বলেন- অপরাধ নির্মূলে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সহযোগীতা প্রয়োজন। সাধারণ মানুষকে আর পুলিশের কাছে যেতে হবেনা। পুলিশই জনগণের কাছে ছুটে আসবে। পুলিশের সেবা সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং গঠন করা হয়েছে।
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে ও যৌতুকমুক্ত সমাজ গড়তে এবং সার্বক্ষণিক পুলিশিং সেবা প্রদান করার জন্য এই পুলিশিং বিট কার্যালয়ের দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তারা। কার্যালয়ে থাকবে অভিযোগ বাক্স। যে কোন ধরনের অপরাধ ও গোপন তথ্য এবং অভিযোগ লিখে এ বাক্সে ফেলতে পারবে সাধারণ মানুষ। অভিযোগ ও তথ্য তদন্ত সাপেক্ষে পুলিশ আইনগত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সদস্য রমজান আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান।
Copyright © 2024 pressbangla. All rights reserved.