রিজেন্ট বা জেকেজি যারাই অপরাধ করেছে ছাড় পায়নি : স্বাস্থ্য সচিব
ডেস্কনিউজ, প্রেসবাংলা২৪ডটকম: রিজেন্ট বা জেকেজি যারাই অপরাধ করেছে আমরা কিন্তু তাদের ছাড় দেইনি। মিডিয়াই আমাদের একমাত্র অবলম্বন। অবলম্বন এই কারনে আপনারা যদি আমাদের তথ্য দিতে পারেন আমরা এ্যাকশনে যাবো।
সোমবার (১৩ জুলাই) নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিদর্শন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান প্রেস ব্রিফিংএ এসব কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বলেন, আপনারা লক্ষ্য করেছেন প্রতিদিনিই আমরা কোন কোন উদ্যোগ গ্রহণ করেছি। গতকালও আমরা একজনকে সাসপেন্ড করেছি। রিজেন্ট বা জেকেজি যারাই অপরাধ করেছে আমরা কিন্তু তাদের ছাড় দেইনি। মিডিয়াই আমাদের একমাত্র অবলম্বন। কারন অবলম্বন এই কারনে আপনারা যদি আমাদের তথ্য দিতে পারেন যে, নারায়ণগঞ্জে এই এই করেছে বা প্রাইভেট হসপিটাল এই অপকর্ম করেছে আমরা কিন্তু কাউকে ছাড়তে চাচ্ছিনা। আমি একদিন একঘন্টা একমিনিটও দূর্ণিতির সাথে থাকতে চাইনা। এবং যেখানেই দূর্ণিতি হবে আমাদের স্বাস্থ্য মন্ত্রনালয়ের আওতাধীন তাদের বিরুদ্ধেই আমরা এ্যাকশনে যাবো এবং আমরা তা করছিও। একটি দিনও কিন্তু আমরা বসে নেই। আপনারা নিশ্চিত থাকবেন আমরা চাইনা কোন জায়গাতে দূর্ণিতি হোক। সবচেয়ে বড় কথা হলো সত্য ঘটনাটা যেন সত্য হয়ে বের হয়ে আসে। আমরা সত্যের সাথেই থাকতে চাই। এইযে দূর্ণিতি হয়েছে, দূর্ণিতি কমিশন কিন্তু বসে নেই। যারা অপরাধ করবে তারা অবশ্যই আইনের আওতায় আসবে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেছেন জিরোটলারেন্স। কিন্তু আমাদের অনেক সময় তত্ব-উপাত্ব পেতে দেরি হয় বিলম্ব হয় এগুলো আপনারাই সহোযোগীতা করবেন।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, খানপুর করোনা হাসপাতালের তত্বাবধায়ক ডা. গৌতম রায়, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, ভিক্টোরিয়া হাসপাতালের আরএমও আসাদুজ্জামান প্রমুখ।