ফতুল্লায় বাবার হাতে ছেলে খুন
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম; ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের ভোলাইলে বাবার হাতে ছেলে খুনের ঘটনা ঘটেছে।
বুধবার (৮ জুলাই) রাত ২টার দিকে থানার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
বাবার হাতে খুন হওয়া ছেলের নাম সোহাগ (১৫) ঘাতক পিতার নাম হারেজ (৪৫)। সে রিক্সাচালক ছিলেন।
পুলিশ জানায়, ভোলাইলের গেদ্দারবাজার পরিবার নিয়ে বসবাস করেন হারেজ। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মনোয়ারা (৩৫) ও ছেলে সোহাগ(১৫) দ্বয়কে চাকু দিয়ে পেটে ও শরীরে আঘাত করে। পরে নিজের পেটেও আঘাত করে। এতে হারেজ ও ছেলে সোহাগের পেটের ভুঁড়ি বের হয়। তিনজনকেই ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে ছেলে সোহাগ এর মৃত্যু হয়। সোহাগের মা মনোয়ারা ও ঘাতক বাবা হারেজকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এস.এম শামীম জানান, হারেজের সাথে পুলিশ প্রহরা আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলার পর তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।