প্রনোদণা চেয়ে কিন্ডারগার্টেন শিক্ষকদের অবস্থান কর্মসূচি

প্রণোদনা চেয়ে কিন্ডারগার্টেন শিক্ষকদের অবস্থান কর্মসূচি

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনাভাইরাসের মহাদুর্যোগে বেসরকারী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের অনুদান, স্কুল গুলো রক্ষায় প্রণোদনা ও ঋণ চেয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার শিক্ষকরা। একই সাথে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।

বুধবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

 

কর্মসূচিতে শিক্ষকরা দাবী করেন, করোনাভাইরাসের মহাদুর্যোগে বেসরকারী কিন্ডারগার্টেন এর শিক্ষকদের অনুদান, স্কুল গুলো রক্ষায় প্রণোদনা ও ঋণ দেওয়া হোক।”

 

প্রাণঘাতী কোভিড-১০ ভাইরাসের কারণে সরকারের নির্দেশে গত ৪ মাস ধরে দুর্যোগময় পরিস্থিতিতে কিন্ডারগার্টেন স্কুল গুলো বন্ধ রয়েছে। ফলে আয়ের যে প্রধান উৎস ছাত্র-ছাত্রীদের বেতন তাও বন্ধ। শিক্ষকদের প্রাইভেট টিউশনও নেই। ফলে আয় রোজগারহীন শিক্ষকরা অত্যন্ত মানবেতর দিন কাটাচ্ছেন।

তোফায়েল আহমেদ জুয়েলের নেতৃত্ব এসময় ছিলেন মোহাম্মদ বাহাউদ্দিন, ইমাম হোসেন, মোহাম্মদ নাজমুল হাসান, কাওসার আহমেদ, মো. মনিরুল হক, মো. সুমন মিয়া, মো. মিজান, হাসান, কবির, ইব্রাহিম খলির বাবু, মাজহারুল ইসলাম সজিব, কাওসার মাহমুদ ও ইকবাল মাহমুদ প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com