ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: কাশীপুরে অক্সিজেন ব্যাংকে যুক্ত হয়েছে আরও দু’টি আধুনিক অক্সিজেন সিলিণ্ডার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইকবাল হোসেন ও স্বনামধন্য ব্যবসায়ী বদরুল ইসলাম একটি করে অক্সিজেন সিলিণ্ডার দিয়েছেন। এর আগে আলহাজ্ব আব্দুল মজিদ ফাউণ্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন শ্যামল ২টি সিলিণ্ডার দিয়েছিলেন। এ নিয়ে অক্সিজেন ব্যাংকে ৪টি সিলিণ্ডার হলো। সবগুলো সিলিণ্ডার কাশীপুর বৃহত্তম অনলাইন প্লাটফর্ম- আলোকিত কাশীপুর’র স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে রয়েছে। ইউনিয়নের ও এর বাইরের যে কেউ প্রয়োজনে তা ব্যবহার করছেন।
এ বিষয়ে আলোকিত কাশীপুর এর এডমিন শহীদুল ইসলাম খাঁ বলেন, করোনায় শ্বাসকষ্ট হলে রোগীর অবস্থা নাজুক হতে থাকে। তবে সময়মতো অক্সিজেন দিতে পারলে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠে। আব্দুল মজিদ ফাউন্ডেশন, ড. ইকবাল স্যার ও বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম করোনাকালে আমাদের সংগঠন ও কাশীপুরবাসীর পাশে দাঁড়িয়েছে। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
করোনাকালে অসহায় করোনা ও শ্বাসকষ্টের রোগীদের জন্য কাশীপুরে অক্সিজেন ব্যাংক গঠনের উদ্যোগটি বেশ সাড়া ফেলেছে।
সিলিণ্ডারগুলো দান করায় কাশীপুরের তিন কৃতি সন্তানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ইউনিয়নবাসী।
শহীদুল আরও জানান, ইউপি সদস্য পলাশ ও আলোকিত কাশীপুর’র যে কোন স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করলেই অক্সিজেন সিলিণ্ডার পৌছে দেয়া হবে।