পূর্নবাসন না করে উচ্ছেদ নয়: হাফিজুল
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম বলেন, পূর্নবাসন ছাড়া উচ্ছেদ কোন সংবিধানে আছে? নারায়ণগঞ্জে হকাররা চুরি বা মাদক ব্যবসা করতে আসে নাই। অল্প পুজি নিয়ে ব্যবসা করতে এসেছে। তাদের উপর নির্যাতন করা অযুক্তিক।
রোববার ( ৫জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা হকার্স সংগ্রাম আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে সরকার চেঞ্জ হয়। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়পার্টী ক্ষমতায় থাকে। আসে আবার চলে যায় কিন্তু হকাররা থাকে। আর যে কোন দলই ক্ষমতায় আসুক তাদের প্রথম কাজ হকার উচ্ছেদ। উচ্ছেদের আগে পূর্ণবাসন করুন। আমারা দেখেছি বঙ্গবন্ধু সড়কে যখন প্রাভেটকার ভরে থাকে তখন আইনশৃংখলা বাহিনীর কোন সমস্যা হয় না।
এ সময় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় হকার্সলীগের সভাপতি আবুল হাশেম কবির, সাধারণ সম্পাদ সেকান্দার হায়াৎ, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, জেলা হকার্সলীগের সভাপতি রহিম মুন্সি প্রমুখ।