নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি স্বপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউন্সিলর বিন্নি জানান, তিনি ও তার দুই সন্তান করোনায় আক্রান্ত। তারা এখন বাড়িতে আইসোলেটেড রয়েছেন।
শারমিন হাবিব বিন্নি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর।
[caption id="attachment_13617" align="aligncenter" width="725"] কাউন্সিলর বিন্নি[/caption]
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘হাসবুনিল্লাহি ওয়া নিমাল ওয়াকিল “আলহামদুলিললাহ মহান আল্লাহ পাকের ইচ্ছায় আমি ও আমার আদরের ২ সন্তান কোভিড-১৯ পজিটিভ হয়েছি। যেহেতু আল্লাহর ইচ্ছাতেই সব হয়েছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ও আপনাদের ভালোবাসায় দোয়ায় করোনা যুদ্ধে জয়ী হয়ে মানবতার সেবায় আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। যতদিন ও যতক্ষণ বেঁচে থাকব, আপনাদের পাশে থেকে সেবা করে যাব। আমি ও আমার পরিবার সম্পূর্ণ সুস্থ আছি এবং বাড়িতেই আইসোলেটেড আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সাবধানে থাকবেন।’