৩৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার তুলে দিলেন কাউন্সিলর শকু
স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে কর্মহীন, নিম্নআয়ের, গরিব, অসহায় ও দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য প্যাকেজ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৩ জুলাই) বিকেলে ডনচেম্বার এলাকায় নিজ কার্যালয়ের সামনে ১২তম ধাপে নাসিক ১২নং ওয়ার্ডের খানপুর ব্রাঞ্চরোড, নিউ খানপুর এবং খানপুর সর্দারপাড়া এলাকার ৩৫০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি চাল সামাজিক দুরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে বিতরন করেন কাউন্সিলর শওকত হাসেম শকু।
কাউন্সিলর শওকত হাসেম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে খাদ্য, নগদ অর্থসহ বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় আজকে আরও ৩৫০টি পরিবারকে খাদ্য প্যাকেজ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, সরকারি সহায়তার পাশাপাশি আমি ব্যক্তিগত উদ্যোগে এবং সামর্থবানদের সহযোগিতায় ১২নং ওয়ার্ডের মানুষকে সহায়তা অব্যাহত রেখেছি। আমরা সবসময় মানুষের পাশে আছি।
এসময় আরো উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড সচিব সিয়াম কাজী, টিম কুইক রিসপন্স ১২ এর সদস্য আনিসুর রহমান আনিস, ফারুক আহমেদ রিপন, দোলন, নবী হোসেন, জুলহাস, আক্তার হোসেন, রনি খান।