সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ, মামলা না করতে পরিবারকে হুমকি!

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম:  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী পাচানী এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আইজ উদ্দিন (৬০) নামের বৃদ্ধার বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই পরিবার ধর্ষকের ভয়ে মামলা করার সাহস পাচ্ছেন না। শিশুটির মা জানান, গত বৃহস্পতিবার তার ১০ বছর বয়সী মেয়ে বাড়ির পাশের জমিতে শাক উঠাতে গেলে তাদের প্রতিবেশী আইজ উদ্দিন প্রাননাশের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাড়িতে ফিরে এসে কান্নাকাটি করলে তাকে জিজ্ঞাসা করার পর পুরো বিষয়টি খুলে বলে। ধর্ষক আইজ উদ্দিনের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা ভয়ে থানায় মামলা করার সাহস পাচ্ছেন না উল্টো তাদের প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে এতে করে পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানাগেছে, ঘটনাটি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন প্রভাবশালী মহল।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com