নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বিনামূল্যে সকল নাগরিকের করোনা পরীক্ষা ও চিকিৎসার দাবীতে রাজপথ অবরোধ করেছে বাম গণতান্ত্রিক জোট। একই সাথে স্বাস্থ্যখাতে অনিয়ম ও দূর্নীতি-অব্যস্থাপনা বন্ধ করার দাবী জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নগরীর বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা কমিটি এ কর্মসূচি পালন করে।
‘বিনামূল্যে সকল নাগরিকের করোনা পরীক্ষা ও চিকিৎসার দাবীতে ১ ঘণ্টা রাজপথ অবরোধ’ এ কর্মসূচি নিয়ে দুপুরে সংগঠনের নেতারা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে অবস্থান নেয়। সড়কের উপরে বসে পড়েন নেতারা। প্রথমে পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডাও হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন-হাফিজুল ইসলাম, আবু নাঈম খান বিপ্লব, তরিকুল সুজন প্রমুখ। কর্মসূচির কারণে বঙ্গবন্ধু সড়কে এক পাশ বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।