চুনকামেই হাতিয়ে নিল ১০ লাখ টাকা! ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বক্তাবলীর কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়ে ভবন মেরামতের সিডিউলের শর্তকে পাশ কাটিয়ে কোন রকম চুনকামেই ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার পায়ঁতারা করছে সিরাজ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

চুনকামেই হাতিয়ে নিল ১০ লাখ টাকা!

 

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বক্তাবলীর কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়ে ভবন মেরামতের সিডিউলের শর্তকে পাশ কাটিয়ে কোন রকম চুনকামেই ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার পায়ঁতারা করছে সিরাজ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

 

 

স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়দের অভিযোগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১০ লাখ টাকার এ টেন্ডারে যেসব শর্ত ছিল তার বেশির ভাগই মানেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। ফাটল ধরে যাওয়া দেয়ালের আস্তর না ফেলে দিয়েই এর উপর রঙ লাগানো হচ্ছে। দরপত্রে ক্ষতিগ্রস্থ দরজাগুলো গামারী কাঠের দেয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি মেহেগনী নিম্নমানের কাঠের দরজা নিয়ে আসে। স্কুল কর্তৃপক্ষের তা নজরে আসায় তাতে বাধা দেয়া হয়। প্রতিষ্ঠানটি পরে দরজাগুলো ফেরত নিয়ে যায়। কিন্তু বুধবার (১ জুলাই) পর্যন্ত সে দরজাও ফেরত আসেনি।

 

অভিযোগ রয়েছে, ঠিকাদারী প্রতিষ্ঠান ও প্রকৌশলীর যোগসাজসে চোখের সামনে এ অনিয়ম হচ্ছে।

 

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, নিম্নমানের কাজ হওয়ায় আমরা প্রতিবাদ করেছি। ঠিকাদারী প্রতিষ্ঠান কথা দিয়েছে দরজাগুলো পাল্টে দরপত্রে উল্লেখ করা কাঠের দরজা দিবে। সেই সাথে আস্তরগুলো ভালভাবে করবে। কিন্তু ঠিকাদার কথা দিলেও তারা কাজের মান নিম্নমানেরই করছে।

 

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান সিরাজ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী কামরুল হাসান বলেন, আমরা ঠিকমতো কাজ করছি। সিডিউলে উল্লেখ করা মালামাল দেয়া হচ্ছে।

 

তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, যদি কোন অনিয়ম হয় যারা দেখার তারা দেখবে। অসুবিধা নেই।

 

তবে এ বিষয়ে প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, আমি আজ (বুধবার ১ জুলাই) স্কুলের কাজ পরিদর্শন করেছি। আমার মনে হয় দরপত্র অনুযায়ীই কাজ হচ্ছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com