করোনা চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার দিল আব্দুল মজিদ ফাউন্ডেশন ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা কাশীপুরে করোনা রোগীদের চিকিৎসায় দু’টি আধুনিক অক্সিজেন সিলিন্ডার দিয়েছে আলহাজ্ব আব্দুল মজিদ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২ জুলাই) স্বেচ্ছাসেবী সংগঠন-আলোকিত কাশীপুর-এর নেতাদের হাতে

করোনা চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার দিল আব্দুল মজিদ ফাউন্ডেশন

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা কাশীপুরে করোনা রোগীদের চিকিৎসায় দু’টি আধুনিক অক্সিজেন সিলিন্ডার দিয়েছে আলহাজ্ব আব্দুল মজিদ ফাউন্ডেশন।

 

বৃহস্পতিবার (২ জুলাই) স্বেচ্ছাসেবী সংগঠন-আলোকিত কাশীপুর-এর নেতাদের হাতে এ সিলিন্ডার দু’টি তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন শ্যামল।

 

এসময় শাহাদাত হোসেন শ্যামল বলেন, করোনায় যাদের শ্বাসকষ্ট হয় মূলত: তাদের নিয়েই বেশি দুশ্চিন্তা। অনেক মধ্যবিত্ত রোগীরা অক্সিজেনের অভাবে মারা গেছেন। যদি সময়মতো তাদের অক্সিজেন সরবরাহ করা যেত তবে হয়তো তাদের বাঁচানো যেত। প্রাথমিকভাবে কাশীপুরের ইউনিয়নের রোগীদের জন্য দু’টি সিলিন্ডার ব্যবস্থা করা হলো। পরবর্তীতে প্রয়োজনে আরও কয়েকটি সিলিন্ডার ব্যবস্থা করা হবে।

 

শাহাদাত হোসেন শ্যামল বলেন, জনসংখ্যার ঘনত্বের কথা চিন্তা করে কাশীপুরে একটি ৫০ শয্যার হাসপাতাল প্রয়োজন। কারণ এই ইউনিয়নে প্রায় কয়েক লক্ষ লোকের বাস। ভৌগলিক কারণে আলীরটেকসহ আরো কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা এই হাসপাতালের সুবিধা পাবেন।

 

এ বিষয়ে আলোকিত কাশীপুর এর এডমিন শহীদুল ইসলাম খাঁ বলেন, করোনায় শ্বাসকষ্ট হলে রোগীর অবস্থা নাজুক হতে থাকে। তবে সময়মতো অক্সিজেন দিতে পারলে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠে। আব্দুল মজিদ ফাউন্ডেশন করোনাকালে আমাদের সংগঠন ও কাশীপুরবাসীর পাশে দাঁড়িয়েছে। এজন্য আমরা আব্দুল মজিদ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ।

 

প্রসঙ্গত কাশীপুর হাটখোলা এলাকার দানশীল ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ মারা যাবার পরে স্মৃতি ধরে রাখতে আলহাজ্ব আব্দুল মজিদ ফাউন্ডেশন গড়ে তোলেন তাঁর পুত্র শাহাদাত হোসেন শ্যামল। করোনাকালে এ প্রতিষ্ঠানটি কাশীপুরে সহস্রাধিক মানুষের ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছে। অনেককে নগদ অর্থ দিয়ে সহায়তা করেছে। প্রতিষ্ঠানটি দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করাসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com