সাইফ উল্লাহ বাদলের মায়ের মৃত্যুবার্ষিকীতে আ’লী নেতা ইমরান মোস্তফার দোয়া
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের মাতা রিজিয়া খাতুনের মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন আওয়ামী লীগ নেতা ইমরান মোস্তফা।
মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে কাশীপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ইমরান মোস্তফা বলেন, মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করি তাকে যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নেন। তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
সেই সাথে আল্লাহ যেন আমাদের প্রাণপ্রিয় নেতা এম সাইফ উল্লাহ বাদলকে দীর্ঘ নেক হায়াত দান করেন। যাতে তিনি মানুষের সেবা করতে পারেন।
রিজিয়া খাতুনের ২০০২ সালের ২৯ জুন ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (২৯ জুন) বাদ আসর কাশীপুর দক্ষিণ গোয়ালবন্দ জামে মসজিদে দোয়া ও বাস এশা আওয়ামী লীগ সভাপতির বাসভবন প্রাঙ্গণে দোয়ার আয়োজন করা হয়েছে।