প্লাজমা ব্যাংক: পথ দেখালেন না’গঞ্জের এসপি জায়েদুল
মোহাম্মদ নেয়ামত উল্লাহ, প্রেসবাংলা২৪ডটকম: পথ দেখালেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম। করোনা আক্রান্ত পুলিশ সদস্য ও সাধারণ মানুষের প্রাণ রক্ষায় প্লাজমা ব্যাংক গঠন করা হয়েছে। পুলিশ বাহিনীর মধ্যে প্লাজমা ব্যাংক স্থাপনে পথ দেখালেন নারায়ণগঞ্জের এসপি। ইতোমধ্যে করোনা থেকে সুস্থ হওয়া পুলিশ সদস্যরা প্লাজমা দিতে শুরু করেছেন। মগ শনিবার (২৭ জুন) শুরু হওয়া এ ব্যাংকের পুলিশের ১০ জন সদস্য প্লাজমা দিয়েছেন।
শনিবার এ কার্যক্রমে উদ্বোধন শেষে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেন, ইতোমধ্যে আমরা প্লাজমা দেওয়া কার্যক্রম শুরু করেছি। দেশে পুলিশের মধ্যে আমরাই প্রথম এটি শুরু করেছি। করোনায় আক্রান্ত আমাদের ১৪১ জন পুলিশ সদস্য ইতোমধ্যে সুস্থ হয়েছেন। তারা স্বেচ্ছায় মানুষের জীবন বাঁচাতে এ প্লাজমা দিচ্ছেন।
পুলিশ সুপার বলেন, এ কার্যক্রমে আমাদের পুলিশ সদস্যরা পুলিশ হাসপাতালে গিয়ে প্লাজমা দিচ্ছেন। পরে সেই প্লাজমা পুলিশসহ যখন যার জীবন বাঁচাতে প্রয়োজন হবে তাকে দেয়া হবে। করোনাকালে পুলিশ ও সাধারণ মানুষকে রক্ষায় এ কার্যক্রমে অংশ নেওয়া পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
পুলিশ সুপার আরও জানান, নারায়ণগঞ্জে পুলিশের ১৯৩ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১৪১ জন সুস্থ হয়েছেন। যারা সুস্থ হচ্ছেন তাদের মধ্যে যাদের শরীরে প্লাজমা দেয়ার মতো অবস্থা আছে এবং প্লাজমা হচ্ছে তারা দিচ্ছেন।
পুলিশ সুপার মনে করেন, করোনাকালে দেশের ফ্রন্টলাইনার হিসেবে পুলিশ যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসনীয়। মাঠে থাকার পাশাপাশি নানাভাবে এ করোনা যুদ্ধে তারা রীবত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।