উপার্জন বন্ধ থাকায় বেকায়দায় বেসরকারী স্কুলের শিক্ষকরা!
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: প্রায় ১০০ দিন ধরে প্রতিষ্ঠান বন্ধ, তাই উপার্জন নেই। নেই কোন সরকারী সহায়তা ও প্রণোদনা। পরিবারের সদস্যদের নিয়ে বেকায়দায় আছেন বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকগণ।
সিদ্ধিরগঞ্জের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ-নামের একটি সংগঠনের মানব বন্ধন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার দাবিসহ ৬ দফা দাবি পেশ করেন শিক্ষকরা।
সোমবার (২৯ জুন) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে দীর্ঘ এ মানববন্ধনে এসব দাবি জানান আয়োজকরা।
মানববন্ধনের সভাপতি মজিবুর রহমান তার বক্তব্যে বলেন, ১০০ দিন হলো শিক্ষার্থীদের উপার্জন নেই। ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বিগত ১০০ দিন হলো শিক্ষকদের একটি টাকা উপার্জন নেই। অনেক প্রতিষ্ঠান প্রনোদনা পেলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কোনো প্রণোদনা বা সহায়তা পায়নি।
মানববন্ধন কর্মসুচি থেকে ৬ দফা দাবি পেশ করা হয়। দাবীগুলো হলো: নন-এমপিও ভুক্ত শিক্ষকদের মত কিন্ডারগার্টেন শিক্ষকদের আর্থিক সহায়তা প্রদান করা হোক। করোনা ভাইরাসের এই দুঃসময় উত্তরণে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রনোদনার ব্যবস্থা করণ যা সহজশর্তে ঋণ হিসেবে দেওয়া যেতে পারে। কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করণ। করোনা ভাইরাসের সংক্রমনের হার কমে গেলে স্বাস্থ্যবিধি মেনে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করণ। সহজশর্তে-কিন্ডারগার্টেন স্কুল সমূহকে নিবন্ধনের আওতায় আনতে হবে। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার মত নিজ স্কুলের নামে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।