রূপগঞ্জে অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার: গ্রেফতার ৩ রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রূপগঞ্জে ১৬ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রূপগঞ্জ উপজেলার কাঞ্চল টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম বিপুল পরিমাণ এই মাদকের চালান উদ্ধার করে। এসব মাদকদ্রব্যের মূল অর্ধকোটি টাকা বলে জানায় পুলিশ।

রূপগঞ্জে অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার: গ্রেফতার ৩

 

 

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রূপগঞ্জে ১৬ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রূপগঞ্জ উপজেলার কাঞ্চল টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম বিপুল পরিমাণ এই মাদকের চালান উদ্ধার করে। এসব মাদকদ্রব্যের মূল অর্ধকোটি টাকা বলে জানায় পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হচ্ছেন- শাহিদুল ইসলাম ওরফে শাহিদ (৫০), আমির হোসেন ওরফে শাহিন (৩০) ও সুমন আহমেদ (৩২)। শাহিদুলের বাড়ি নরসিংদী জেলায়। বাকি দু’জনের বাদি ফেনী জেলার দাগনভুইয়ায়।

 

রোববার ( ২৮ জুন) দুপুরে পুলিশ সুপারের অফিসে এক সংবাদ সম্মেলনে তাদের গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়।

 

 

সংবাদ সম্মেলনে জানানো হয়- জেলা গোয়েন্দা পুলিশের ওসি এস এম আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম রূপগঞ্জের কাঞ্চন ব্রীজের টোলপ্লাজা এলাকায় একটি লড়ি গাড়ি (চট্টগ্রাম মেট্রো: ঢ- ৮১-২৭৮৭) আটকায়। গাড়িতে ও তিন মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশী করে মোট ১৬ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়- গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী শাহিদুল স্ত্রী খালেদা বেগম (৪৫) কক্সবাজার জেলার টেকনাফের নয়াপাড়া এলাকায় বসবাস করে। স্ত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য নিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় সরবরাহ করার উদ্দেশ্যে নিয়ে আসছিল।

 

পুলিশ আরও জানায়, এরা একটি সংঘবদ্ধ মাদক বিক্রেতা চক্র। পরস্পরের যোগসাজসে টেকনাফ থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন জেলায় পাচার করে। মাদক পাচারকাজে তারা জব্দ করা লড়িটি ব্যবহার করতো।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়- গ্রেফতার হওয়া তিনজন ও পলাতক খালেদা বেগমের নামে রূপগঞ্জ থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com