রেড জোন

না’গঞ্জের ১৯ এলাকা রেড জোন হিসেবে প্রস্তাবিত

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, সদর, বন্দর, সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে প্রস্তাব পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। যে কোন মুহুতেই এ সকল এলাকায় আসতে পারে পরবর্তী সিদ্ধান্ত। তাই অনেকের জানার আগ্রহ কোন কোন ওয়ার্ডকে প্রস্তাবিত ‘রোড জোন’ এ রাখা হয়েছে।

 

পাঠকদের জন্য এ সকল ওয়ার্ড গুলোর নামের একটি তালিকা তুলে ধরেছে অনলাইন নিউজ পোর্টাল লাইভ নারায়ণগঞ্জ। তবে, কোনটার-ই সম্পুর্ন ওয়ার্ড নয়। অনুমোদন পেলে জানানো হবে ‘কোন জায়গা থেকে কোন পর্যন্ত লকডাউন হবে’।

 

স্বাস্থ্য বিভাগের কার্যবিবরণী জানা গেছে,

নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড, ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড, সোনারগাঁ উপজেলার আমিনপুর ৩নং ওয়ার্ড, মোগড়া পাড়ার ১নং ওয়ার্ড, আড়াইহাজার উপজেলার আড়াইহাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ড, হাইজাদীর ৩নং ওয়ার্ড, ভ্রাম্মান্দির ৩নং ওয়ার্ড, রুপগঞ্জ উপজেলার তারাবো ২নং ও ৩নং ওয়ার্ড, কাঞ্চনের ২নং ওয়ার্ড ও ভুলতার ৩নং ওয়ার্ড। এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১, ২, ৮, ১২, ১৩, ১৮ ও ২৪ নং ওয়ার্ড রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, জেলার কিছু এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে তা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com