ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: "আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ" শীর্ষক ৩দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ( ২৩জুন) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম হল রুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।
সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মোঃ আতাউর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন-প্রকল্প পরিচালক প্রাণকৃষ্ণ হাওলাদার ও জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ বাসনা আখতার।
উদ্বোধনী দিবসে প্রশিক্ষক হিসাব উপস্থিত ছিলেন ভ্যাটোরিয়ান সার্জন মোঃ কামরুজ্জামান ও মোকরেমা আক্তার। এ সময় ৫০জন খামারীদের মাঝে ভিটামিন ও কৃমিনাশক ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।