করোনা পরিস্থিতির উন্নয়নে যা বললেন শমীম ওসমান (ভিডিও সহ)
প্রতিবেদক প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের খানপুরের পিসিআর ল্যাবের জন্য ২০ হাজার রেড ও ১০ হাজার ইয়েলো কিট কেনার নির্দেশ দিয়েছিল সরকার।কিন্তু কেনা হলো সব গুলো কিটই রেড, এ কারণেই বন্ধ হয়েছে খানপুরের পিসিআর ল্যাব। আমরা কাউকে ছাড় দিবো না, নিশ্চিত থাকুন। সেলিম ওসমান যে স্বপ্ন নিয়ে শ্রম দিচ্ছে, সেই শ্রমকে যদি কেউ বিনষ্ট করেছে! তাহলে আমি বলে রাখি, আমার নাম শামীম ওসমান। আমি সেলিম ওসমান না। তাদের নারায়ণগঞ্জে থাকতে দিবো না।’ আমরা আগে রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, মুখের উপর বলেছি ‘তুই রাজাকার’। সামনে আবার যুদ্ধ, মানুষ এবার বলবে ‘তুই চোর’।
সোমবার (২২ জুন) দুপুরে করোনা পরিস্থিতির উন্নয়নে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা গুলো বলেন সংসদ সদস্য শামীম ওসমান।
শামীম ওসমানের ভাষ্য, ‘যে আইসিইউ পাওয়া অনিশ্চিত হয়ে গেয়ে ছিল, সেটা আজ চলে এসেছে। যে ভাবে সেলিম ওসমান খানপুর হাসপাতালের জন্য কাজ করেছে, মনে হয় না দেশের অন্য কোথাও, অন্য কোন সংসদ সদস্য এ কাজ করে। সেলিম ওসমান যে স্বপ্ন নিয়ে শ্রম দিচ্ছে, সেই শ্রমকে যদি কেউ বিনষ্ট করেছে! তাহলে আমি বলে রাখি, আমার নাম শামীম ওসমান। আমি সেলিম ওসমান না। তাদের নারায়ণগঞ্জে থাকতে দিবো না।’
শামীম ওসমান বলেন, যখন নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতালের কিট শেষ হয়ে যায়। তখন থেকেই আমি কিছু লোককে কাছে পেয়েছি। তাদের রাত ১০টা থেকে ১টা বাজেও ফোন দিলে রেসপন্স করেছে। তাদেরই মধ্যে রয়েছেন- প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মহোদয়, একান্ত সচিব, এসএসএফ। আমি নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা জানাতে চাই। না বললে আমার আত্মা তৃপ্তি পাবে না।
প্রসঙ্গত, কিট সংকটে বন্ধ হয়ে গেছে নারায়ণগঞ্জ করোনা হাসপাতাল ঘোষিত খানপুর ৩০০ শয্যা হাসপাতালের ল্যাব। এ নিয়ে গত ৬ দিন যাবৎ মহা সংকটে পড়েছেন জেলা স্বাস্থ্য সংশ্লিষ্টরা। সংগৃহীত কয়েকশত নমুনা ও উপসর্গ রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগকে।”