নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যােগে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
রোববার (২১ জুন) বিকেলে নগরীর ২নং রেলগেটস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য পার্কে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
নারায়নগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ এর পক্ষে এ বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া খোকন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক কমিটির সদস্য ভিপি জামির হোসেন রনি, কায়কোবাদ রুবেল, মোঃ সৈকত হোসেন, মোঃ রাজিব উদ্দিন হৃদয় ও মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মীরা।