প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রমিকলীগের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শ্রমিক লীগ এর আয়োজনে জাতীয় বৃক্ষরোপন করা হয়েছে।
রোববার (২১ জুন) বিকেলে খানপুর বরফকল ঘাট সংলগ্ন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ট্রেনিং সেন্টারের সভাকক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক সবুজ সিকদার’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী কাজিম উদ্দিন প্রধান। পর্যায়ক্রমে সদর, ফতুল্লা, বন্দর ও গোদনাইল এসিআইতে পর্যায়ক্রমে ১০হাজার বৃক্ষরোপণ করবেন জেলা ও মহানগরের নেতারা।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন আহম্মেদ বাবুল, বিআইডব্লিউটিএ সাধারণ সম্পাদক জাকির হোসেন ও মহানগর শ্রমিকলীগ সভাপতি আলমগীর কবির বকুল সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।