লকডাউনের সুফল মিলছে রূপগঞ্জে!
রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সদর ইউনিয়ন কঠোর লকডাউনের ৮ম দিনেই দেখা মিললো সফলতার। উপজেলা প্রশাসনের কঠোর নজরদারী আর জনসচেতনতা বাড়ার কারনেই এ সফলতা বলে দাবী উপজেলা প্রশাসনের।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, গত ১১ জুন থেকে ২১ দিনের লকডাউন ঘোষণার পর থেকে রূপগঞ্জ ইউনিয়নে করোনা পজেটিভ হয় মাত্র ৫ জন। সব মিলিয়ে এ লকডাউন অঞ্চলে ১০১ জন করোনা আক্রান্ত ছিলেন। তা থেকে ২০ জুন পর্যন্ত ৭৩ জন সুস্থ্য হয়েছেন। এখনো ২৮ জনের করোনা পজেটিভ রয়েছে। তাদের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ব্রাহ্মণখালীতেই। এখানে ২৬ জন থেকে ১৬ জন সুস্থ্য হলেও ১০ জন আক্রান্ত রয়েছেন । এ ছাড়াও গুতিয়াবেতে ২ জন , পিতলগঞ্জ ১,অন্যান্য এলাকায় আরো ১৫জন রয়েছেন।
তিনি আরো জানান, লকডাউন শুরু থেকে উপজেলা প্রশাসন মানুষকে ঘরে থাকতে বাধ্য করতে চেষ্টা চালিয়ে গেছেন। আমরা ইউএনও, এসিল্যান্ড ও অতিরিক্ত আরো ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রেখেছি। কোন লোক সমাগম দেখা দিলে কিংবা দোকানপাট খোলা পেলে আইন অমান্যের জন্য জরিমানা করেছি।
তাছাড়া সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইদ আল মামুনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।