দেশে ২৪ ঘণ্টায় ৩৪ জনের প্রাণহানি প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫০৪ জন।

লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

 

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: দেশে প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৮০৩ জন ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।

 

এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার ২৯২ জনে।

 

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ১৩৪৩ জনের প্রাণহানি হলো।

 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে মহাখালী থেকে অনলাইনে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৫৯টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৫০৩টি।

 

ডা. নাসিমা সুলতানা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১৯৭৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com