আড়াইহাজারে আরো ১৫ জন করোনায় আক্রান্ত

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: উপজেলায় দুই পুলিশ অফিসারসহ আরো ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ জানান, গত ১ ৩জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে প্রায় অর্ধশতাধিক ব্যক্তির স্যাম্পল সংগ্রহ করে তা পরীক্ষার জন্য আইইডিসিআরে প্রেরণ করা হয়। ১৮জুন সকালে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে জানা যায়, নমুনা পরীক্ষা করে ১৫জন ব্যক্তির মধ্যে করোনা পজেটিভ পাওয়া যায়।
করোনা পজেটিভ ব্যক্তিরা হল-আড়াইহাজার পালপাড়া এলাকার রমিজউদ্দিনের ছেলে প্রতিবন্ধি লিখন,আতাদী এলাকার সালাহউদ্দিন আজিজের ছেলে ব্যবসায়ী রিফাত বিন রশিদ, ভৈরবদী এলাকার দিদারুল আলম,আড়াইহাজার এলাকার কামরুল হাসানের ছেলে ব্যবসায়ী হাসান সালাহউদ্দিন,জাঙ্গালিয়া এলাকার তাইজউদ্দিন ভ’ইয়ার মেয়ে সুলতানা আক্তার যিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত,কল্যান্দী এলাকার আমজাদ হোসেন, বড় মনোহরদী এলাকার সুলতানা রাজিয়া, আড়াইহাজার থানার উপপরিদর্শক মুঞ্জুর হোসেন, উপপরিদর্শক রোকনুজ্জামান, আড়াইহাজার এলাকার নাহিদুজ্জামানের মেয়ে ছাত্রী সানজিদা নাহিদ সামিল, পুরিন্দা এলাকার সাহাদ্ৎ হোসেনের মেয়ে কলেজ ছাত্রী ইফতেখার সাহাদাত ইফতি, হাজী মনিরউদ্দিনের ছেলে ব্যবসায়ী শাহাদাত হোসেন, আতাদী এলাকার রিফাত বিন রশিদের শিশু পুত্র আদিয়ান রশিদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাসিরউদ্দিনের মেয়ে মিড ওয়াইফ রিমা আক্তার।
আক্রান্ত সবাই তাদের বাড়ি ও বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাগেছে।
এ নিয়ে আড়াইহাজার উপজেলায় ৪১৪জন করোনা আক্রান্ত হয়েছে এবং সুস্থ্য হয়েছেন ২১০জন।