ফতুল্লা মডেল থানার ওসি আসলাম করোনায় আক্রান্ত
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে সুস্থ আছেন এবং হোমকোয়ারেন্টে রয়েছে। তবে করোনায় যুদ্ধ করতে গিয়ে করোনা আক্রান্ত হলেন ওসি আসলাম হোসেন।
সোমবার (১৫জুন) ওসি আসলাম হোসেনের করোনা পজিটিভ রিপোর্ট সনাক্ত হয়। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি সোমবার বিকেলে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেনসহ জেলায় ১৭৩ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১০১ জন পুলিশ সদস্য সুস্থ্য হয়েছে, ৪৩ জন চিকিৎসাধীন রয়েছে। বাকি অন্য পুলিশ সদস্যরা নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে একজন পুলিশ সদস্য ঢাকা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যারা চিকিৎসাধীন রয়েছে তারাই অনেকটাই ভাল আছেন। আশা করছি আল্লাহর রহমতে তারা খুব শীঘ্রই সুস্থ কর্মস্থলে যোগ দিবেন সেই দোয়াই করি।
এদিকে নারায়ণগঞ্জে করোনা সংক্রামিত হওয়ার পর এবং লকডাউন দেয়ার পর ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। দিনরাত ফতুল্লার এ প্রান্ত থেকে ঐ প্রান্তে ছুটাছুটি করে মানুষকে সচেতন করে মানুষকে ঘরমুখী করার চেষ্টায় অক্লান্ত পরিশ্রম করেছিলেন। ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং কর্মহীন মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
করোনা যুদ্ধে মাঠে নেমে কাজ করতে গিয়ে নিজের বডিগার্ড আক্রান্ত হলেও করোনাকে ভয় না পেয়ে মানুষের সেবা করে আসছিলেন। তিনি সব সময় মানুষের সেবা করার জন্য করে থাকেন। আর সোমবার ওসি আসলাম হোসেনের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর তিনি শারীরিক ভাবে সুস্থ থাকলেও থানাতেই আইসোলোশনে রয়েছেন।