ডা. জাফরুল্লাহ করোনামুক্ত

করোনাকে জয় করলেন ডা. জাফরুল্লাহ

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: অবশেষে করোনাকে জয় করলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী । তিনি এখন করোনামুক্ত হয়েছেন।

শনিবার (১৩ জুন) সকালে গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটে পরীক্ষা করে তার করোনা নেগেটিভ পাওয়া গেছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেন গণস্বাস্থ্য কিট উদ্ভাবক দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল।

 

তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ করোনামুক্ত। উনি ভাইরাস নেগেটিভ এবং এন্টিবডি পজিটিভ। এখন তিনি সুস্থ। গতকালই তাকে হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়েছে।‘

 

ড. বিজন কুমার বলেন, ‘গতকাল উনি নমুনা পাঠিয়েছিলেন। আজ সকাল ৭টার দিকে পরীক্ষা করেছি। এখন উনি খুব দুর্বল। তার বিশ্রাম দরকার। তাই তিনি আরও ৫ দিন সম্পূর্ণ বিশ্রাম নেবেন। অফিসিয়াল কাজ-কাম করতে পারবেন না। একদম রেস্ট।’ এখন আর পিসিআর টেস্ট দরকার নেই বলেও জানান বিজন কুমার শীল।

গত ২৫ মে জানা যায়, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত। গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com