শহিদ আফ্রিদি করোনা পজিটিভ

শহিদ আফ্রিদি করোনাভাইরাসে আক্রান্ত

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি করোনাভাইরাসে আক্রান্ত। টুইটারে নিজেই এই তথ্য দেন আফ্রিদি। টুইট বার্তায় আফ্রিদি লিখেন- ‘গত বৃহস্পতিবার থেকে অসুস্থবোধ করছিলাম। কোনকিছু ভালো লাগছিল না। শরীরে ব্যথার যন্ত্রণা ছিল। টেস্ট করলাম। দুর্ভাগ্যজনকভাবে আমি করোনাভাইরাসে পজিটিভ হলাম।’

 

৪০ বছর বয়সী পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার জানান- ‘দ্রুত যাতে সেরে উঠতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাইছি। ইনশাল্লাহ!’

পাকিস্তানের করোনাভাইরাস মহামারীর এই সময়টায় আফ্রিদি স্বশরীরে দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সাধারণ মানুষের মধ্যে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সহায়তা করেন। এই মহামারীতে আক্রান্তদের সহায়তার জন্য গত মে মাসে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তার প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলেছিলেন। শহিদ খান আফ্রিদির ফাউন্ডেশন সেই ব্যাট ২০ হাজার ডলার মূল্যে নিলাম থেকে কিনে নিয়েছিল।

শহিদ আফ্রিদির টুইট


আফ্রিদি পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট এবং ৩৯৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তিনি পাকিস্তানের চতুর্থ ক্রিকেটার যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তার আগে তৌফিক ওমর, জাফর সরফরাজ ও রিয়াজ শেখ করোনাভাইরাস পজিটিভ হন। তৌফিক ওমর পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও জাফর ও রিয়াজ পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন।

তৌফিক ওমর করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিতে সুস্থ হয়েছেন। কিন্তু জাফর সরফরাজ ও রিয়াজ শেখ মারা গেছেন।

 

করোনাভাইরাসে পাকিস্তানে এখন পর্যন্ত ২৪৬৩ জন মারা গেছেন।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com