ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনাকালে সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়া সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক গ্রুপ-আলোকিত কাশীপুর’র এডমিন শহীদুল ইসলাম খাঁ করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার (১৩ জুন) দুপুরে নিজেই এ তথ্য নিশ্চিত করেন শহীদুল ইসলাম খাঁ।
এদিন নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে দেয়া নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ আসে।
শনিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্টাটাসে তিনি লিখেন-‘ কিছুদিন ধরে আমি ফেসবুকের বাইরে।আসলে শারিরীক অসুস্থতার জন্য ফেসবুকে আসা হয় নাই। সন্দেহ বশত: পরিক্ষা করতে দিয়েছিলাম, আজকে রিপোর্ট আসছে।
হ্যা, আমি করোনা পজিটিভ এবং বাড়িতেই চিকিৎসা নিচ্ছি সেল্ফ আইসোলেশনে থেকে। অযথা ইনবক্সে মেসেজ দিয়ে কিংবা ফোন করে বিস্তারিত জানতে না চেয়ে, দোয়া করেন। ইনশাআল্লাহ, যেন দ্রুতই সুস্থতা লাভ করতে পারি।’
শহীদুল বর্তমানে কাশীপুরের বাংলাবাজারের বাড়িতে চিকিৎসাধীন।
শহীদুল ইসলাশ খাঁ’র এর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার চাচা শিল্পপতি বদরুল ইসলাম।
বদরুল বলেন, মানুষের জন্য কাজ করতে যেয়ে আজ ও করোনা আক্রান্ত। আমার বিশ্বাস, শত শত মানুষের দোয়া রয়েছে। মানুষের দোয়ায় ও সুস্থ হয়ে উঠবে, ইনশাআল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন।