আড়াইহাজারে ডাক্তার,জনপ্রতিনিধি, সাংবাদিকসহ ২২জন করোনায় আক্রান্ত
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাক্তার, সাবেক জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নতুন করে আরো ২২ জন করোনায় আক্রান্ত হয়েছে।আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে , আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরনকৃত নমুনা পরীক্ষা করে ১২ জুন রাতে আরো ২২ জনের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি পজেটিভ পেয়েছে বলে জানানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে আড়াইহাজার উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জোসনা খাতুন, প্রদীপ কুমার রায় নামে এক যক্ষারোগের ডাক্তার, আতাদী এলাকার সাংবাদিক সালাহউদ্দিন আজিজি , সহ ২২জন। অন্য আক্রান্তরা হল-লাসারদী এলাকার সরকারী সফর আলী কলেজের সাবেক ভিপি নাঈম মোল্লা, গৃহিনী সোনালী, গোপালদী এলাকার বিমল সাহা ও তার স্ত্রী রাধা রানী সাহা, বিপ্লব সাহা, গোপালদী উলুকান্দী এলাকার সিনিয়র ষ্টাফ নার্স মনিরা আক্তার, প্রভাকরদী এলাকার একজন সিনিয়র নার্স কাকলী আক্তার, আড়াইহাজার থানার পুলিশের উপপরিদর্শক মোঃ রিয়াজউদ্দিন রনি, কনষ্টেবল লুৎফর রহমান, খাগকান্দা নয়াপাড়া এলাকার গৃহিনী জাকিয়া সুলতানা, নয়নাবাদ এলাকার অবসরপ্রাপ্ত টিএসআই মোহাম্মদ আলী, দয়াকান্দা এলাকার ব্যবসায়ী আলী আকবর, হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া এলাকার হেলথ এসিষ্ট্যান্ড মজিবুর রহমান, পুরিন্দা এলাকার গৃহিনী গোলবাহার, বিশনন্দী এলাকার তাইফুল ইসলাম, ধন্দী এলাকার ইন্টারনেট ব্যবসায়ী জুলহাস সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার নূরে আলম, আড়াইহাজার এলাকার ফেরদৌসী ইসলাম,মাধবদী থানার পুরানচর এলাকার ব্যবসায়ী খোকন সরকার।
তাদের মধ্যে কনষ্টেবল লুৎফর রহমান নারায়ণগঞ্জ পুলিশ লাইন স্কুলে আইসোলেশনে ও বাকীরা তাদের বাড়িতে ও বাসায় আইসোলেশনে চিকিৎসাধিন আছে।